ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
৩৩৬

হাফ ভাড়ার প্রজ্ঞাপন: শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৫ ২৩ নভেম্বর ২০২১  


গণপরিবহনে হাফ পাসের জন্য প্রজ্ঞাপনের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে অবস্থান নিয়ে  বেলা দেড়টার দিকে সমাবেশ শেষ হয়।

আজ ঢাকা কলেজ, আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অবরোধে নিউমার্কেট সড়কের দুই পাশে ব্যাপক যানজট তৈরি হয়। এক পর্যায়ে রাস্তা দিয়ে চলাচলকারী সব গণপরিবহন বন্ধ হয়ে যায়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘ দিনেও তা বাস্তবায়ন হয়নি। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকরা খারাপ আচরণও করেছে। আমরা এসব ঘটনার বিচার চাই এবং হাফ ভাড়া নিশ্চিত করতে সরকারের প্রজ্ঞাপন চাই।

সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ইসমাইল জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।